দেশ

১৩ কোটি টাকা মূল্যের সাপের বিষ উদ্ধার করল বিএসএফ

ভারত-বাংলাদেশ সীমান্তে উদ্ধার জার ভরতি সাপের বিষ ৷ যার আন্তর্জাতিক বাজার মূল্য ১৩ কোটি টাকা বলে জানা গিয়েছে। রবিবার মধ্যরাতে দক্ষিণ দিনাজপুর জেলার হিলির গয়েশপুর বিওপির পাহান পাড়া সীমান্তে উদ্ধার হয় জার ভরতি ওই সাপের বিষ । তবে বিষ উদ্ধার হলেও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালাতে সক্ষম হয়েছে দুই পাচারকারী। জারটি উদ্ধার করেন সীমান্তরক্ষী বাহিনীর ১৩৭ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ।