হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে বসতে চলেছেন বিচারপতি টিএস শিবজ্ঞানম ৷ সোমবার বিচারপতি শিবজ্ঞানমের নাম চূড়ান্ত করেছে সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ এতদিন পর্যন্ত বিচারপতি শিবজ্ঞানম ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন ৷ গত ফেব্রুয়ারি মাসে কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি টিএস শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম । সেই মতোই বিচারপতি শিবজ্ঞানমকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নিযুক্ত করেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কলেজিয়াম ৷ সোমবার রাতে টুইট করে কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেণ রিজিজু বিচারপতি শিবজ্ঞানমকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ এদিন কেন্দ্রীয় আইনমন্ত্রী টুইটে লেখেন আমি বিচারপতি টিএস শিবজ্ঞানমকে আমার শুভেচ্ছা জানাই। কলকাতা হাইকোর্টের নতুন প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হলেন তিনি। গত ৩০ মার্চ অবসর নিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ৷ এরপরই বিচারপতি শিবজ্ঞানমের নাম প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছিল সুপ্রিম কোর্টের কলেজিয়াম ৷ এর আগে ফেব্রুয়ারি মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ তিন বিচারপতির কলেজিয়াম এক বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হওয়ার পর সেই দায়িত্ব সামলাবেন বিচারপতি শিবজ্ঞানম ৷ এরপর এদিন টুইট করে কেন্দ্রীয় আইনমন্ত্রী জানান কলকাতা হাইকোর্টের স্থায়ী প্রধান বিচারপতি পদে বসছেন টিএস শিবজ্ঞানম ৷বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে ৷ ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে কর্মজীবনের শুরু ৷ এরপর ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে যোগ দেন তিনি ৷ ২০১১ সালে ওই হাইকোর্টেই স্থায়ী বিচারপতি পদে নিযুক্ত হন বিচারপতি শিবজ্ঞানম ৷ ১২ বছর বিচারপতি পদে কাজ করার পর তাঁকে এরপর স্থানান্তরিত করা হয় কলকাতা হাইকোর্টে ৷