পূর্ব কলকাতার ট্যাংরার , ৩৭নম্বর ডিসি দে রোডে একটি বন্ধ প্রিন্টিং কারখানায় হঠাৎ মঙ্গলবার সকাল ১১.৩০ নাগাদ আগুন দেখা যায় । তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা দমকলে খবর দেয়।ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। মূলত কি থেকে এই আগুন তা স্পষ্ট নয়। তবে কারখানার মালিক জানান যে, কারখানায় আগুনটি লেগেছে তার পাশের কারখানার মালিকও তিনি। যে কারখানায় আগুন টি লেগেছে সেই কারখানায় ওনার গাড়িটি থাকতো। গাড়িটিও আংশিক পুড়ে গিয়েছে।তবে অগ্নিদগ্ধ কারখানাটির লাগোয়া ওনার কারখানা হওয়ার ফলে ওনার কারখানার ও প্রিন্টিং মেশিন, কার্ড এগুলো পুড়ে গেছে। পকেট fire গুলি নেভানোর কাজ করতে বেশ কিছুটা সময় লেগে গিয়েছে। তবে গোটা ঘটনায় কোনো হতাহেতের খবর নেই।