রাজ্য কো-অর্ডিনেশন কমিটির মিছিলে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। রুটে বদল এনে অনুমতি দিল আদালত। আগামী ৪ মে-র মিছিলে অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। দুপুর ২:৩০ টা থেকে ৪:৩০ টা পর্যন্ত মিছিলে অনুমতি আদালতের। হাওড়া ফেরিঘাট, বঙ্কিম সেতু , মহাত্মা গান্ধি রোড হয়ে হাওড়া ময়দানে শেষ হবে মিছিল।