জেলা

২৬ ঘণ্টা পার! কৃষ্ণ কল্যাণীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে বেরল আয়কর, এখনও তল্লাশি অব্যাহত

৫ ঘণ্টারও বেশি সময় পার। এখনও অব্যাহত আয়কর দফতরের তল্লাশি। রায়গঞ্জের বিধায়ক তথা পিএসি চেয়ারম্যান কৃষ্ণ কল্যাণী এখনও আয়কর দফতরের নজরদারি। জানা গিয়েছে, এদিন সকালে বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে ভোর ৪টে নাগাদ বাড়ি থেকে বার করে নিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। মুহূর্তে শোরগোল পড়ে যায় সমর্থকদের মধ্যে। বিধায়ককে নিয়ে যাওয়া হচ্ছে কোথায়? জানা গিয়েছে, এদিন ভোর চারটের কিছু পরে বিধায়কের বাড়ি থেকে বেরিয়ে আসেন আয়কর দফতরের আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন বিধায়ক। তাঁকে সঙ্গে নিয়ে আয়কর আধিকারিকরা যান তাঁর সুদর্শনপুরে রয়্যাাল এনফিল্ডের শোরুমে। সেখানেও কৃষ্ণ কল্যাণীর একটি অফিস রয়েছে। সেই অফিসেও কাল থেকে চলছে তল্লাশি। অনুমান, সেখানে কোনও আলমারি বা কোনও সিন্দুক খুলতে খোদ বিধায়ককে প্রয়োজন। বুধবার সকাল আটটা থেকে সেখানও চলছে তল্লাশি। তাঁর বিরুদ্ধে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ, হিসাব বহির্ভূত সম্পত্তি ও আয়কর রির্টানে তথ্য গোপনের অভিযোগ উঠেছে। এদিন সকালে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছাল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর রয়্যাল এনফিল্ড শোরুমের সামনে। উল্লেখ্য, ভোরবেলায় আয়করের আধিকারিকেরা কৃষ্ণ কল্যাণীকে এই অফিসে আনেন। বর্তমানে তিনি এখানেই রয়েছেন। জেরা অব্যাহত আয়কর আধিকারিকদের। গোটা শোরুম ঘিরে রেখেছে সিআরপিএফ এর জওয়ানেরা।