জেলা

রাজ্যের মাদ্রাসা গুলিতে ১৭২৯টি শূন্য পদে শিক্ষক পদে নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল কমিশন

রাজ্যের মাদ্রাসাগুলিতে নতুন করে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হল। বৃহস্পতিবার ১৭২৯টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের বেসরকারি ও সাহায্যপ্রাপ্ত মাদ্রাসাগুলিতে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে সহকারী শিক্ষক পদে নিয়োগ করা হবে। নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণে ইচ্ছুকরা ১২ মে বিকেল চারটে থেকে অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন গ্রহণ প্রক্রিয়া চলবে ১২ জুন মধ্যরাত পর্যন্ত। গত ৬ মার্চ মাদ্রাসার ১৭২৯টি শূন্যপদে শিক্ষক নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। সেগুলিতে নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে নিয়োগ বিধিতে কিছু বদলের প্রয়োজন ছিল। সেই কাজ সম্পূর্ণ করে গত ১৯ এপ্রিল মাদ্রাসা শিক্ষক নিয়োগের নয়া বিধি কলকাতা গেজেটে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষাদপ্তর।