বাংলাদেশের কক্সবাজার উপকূল অতিক্রম করে মোচা ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে মায়ানমারের উত্তরাঞ্চলের রাখাইন প্রদেশে। খবর লেখা পর্যন্ত জানা গিয়েছে, মায়ানমারে মোচার হানায় প্রাণ হারিয়েছেন ৩ জন। অতিপ্রবল ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হয়েছে রাখাইনের বিভিন্ন এলাকা। উড়ে গিয়েছে অনেকের বাড়ির ছাদ। ভেঙেছে দেওয়াল। প্রাণ বাঁচাতে লক্ষাধিক মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন মঠ, স্কুল ও প্যাগোডা, শক্তিশালী ইমারতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার বিকেলে রাখাইনের সিট্যুয়ে শহরের কাছে মোচার অগ্রভাগ আছড়ে পড়ে ঘণ্টায় ২০৯ কিমি বেগে। সিট্যুয়ে শহরে বাস করেন প্রায় ২ লক্ষ মানুষ। এর মধ্যে চার হাজারের বেশি জনকে অন্য শহরে নিয়ে গিয়ে রাখা হয়েছে। একটি সূত্রে খবর, প্রায় ২০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন শহরের বিভিন্ন শক্তিশালী ইমারতে। সেনাবাহিনী সূত্রে খবর, সিট্যুয়ে, গাওয়া, কিয়াউকপিউ সহ পার্শ্ববর্তী এলাকায় বাড়ি, মোবাইল টাওয়ার, ট্রান্সফরমার, ল্যাম্পপোস্ট এমনকী নৌকা ক্ষতিগ্রস্ত। কোকো দ্বীপপুঞ্জের বহু বাড়ির ছাদ পর্যন্ত উড়ে গিয়েছে। অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।