বিজ্ঞান-প্রযুক্তি

বৈধ নম্বর না হলে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট নিষ্ক্রিয়, ভুয়ো কল রুখতে কড়া পদক্ষেপ কেন্দ্রের

বৈধ ফোন নম্বর না হলে সেই নম্বর থেকে খোলা হোয়াটসঅ্যাপ আকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে বলে ঘোষণা করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভারতে আন্তর্জাতিক স্প্যাম কলের ক্রমবর্ধমান সংখ্যা নজরে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে আইটি বিভাগ। মন্ত্রীর প্রস্তাবে সম্মতি জানিয়েছে মেটা মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। বৈধ নথি দিয়ে তোলা নয় এমন যে সমস্ত নম্বর ব্যবহার করে হোয়াটসঅ্যাপে অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সমস্ত অবৈধ নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এবার নিষ্ক্রিয় করে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানান কেন্দ্রীয় মন্ত্রী। প্রতারক ব্যবহারকারীদের শনাক্ত করে সেই সমস্ত অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে হোয়াটসঅ্যাপ । গ্রাহক-মুখী সেক্টরল সংস্কার সূচনা অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়ে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি এও জানান, হোয়াটসঅ্যাপের পাশাপাশি প্রতারক ব্যবহারকারীদের নিষ্ক্রিয় করতে টেলিগ্রামের মত অন্যান্য মেসেজিং প্ল্যাটফর্মের সঙ্গেও আলোচনা করবেন তিনি। গত বেশ কিছু সপ্তাহ ধরে বিভিন্ন আন্তর্জাতিক নম্বর থেকে হোয়াটসঅ্যাপে কল আসছে ব্যবহারকারীদের কাছে। যা নিয়ে বেশ চিন্তিত দেশবাসী। ব্যবহারকারীদের সেই চিন্তা দূরীকরণেই হোয়াটসঅ্যাপে  ছাঁকনি বসাতে প্রস্তাব করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর তরফে।  গত সপ্তাহেই আইটি প্রতিমন্ত্রী রাজীব চন্দ্রশেখর জানিয়েছিলেন, অজানা নম্বর থেকে এই সমস্ত স্প্যাম কল আসার বিষয়ে হোয়াটসঅ্যাপে একটি চিঠি পাঠাবে তাঁর মন্ত্রক।