এবার উত্তরাখণ্ডে বন্দে ভারত। সেখানে প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের চাকা গড়াবে বৃহস্পতিবার। দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইট করে জানিয়েছেন, আজ বেলা ১১টায় ভার্চুয়ালি উত্তরাখণ্ডের প্রথম বন্দে ভারতের উদ্বোধন করবেন তিনি। উদ্বোধন পর্বে সরাসরি উপস্থিত থাকবেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। দেহরাদুন রেল স্টেশনে হাজির থাকবেন তিনি। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার উদ্ধোধনের পর দিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেস সর্বসাধারণের জন্য চালু হবে ২৯ মে। বুধবার ছাড়া সপ্তাহের অন্যান্য দিন চলবে এই ট্রেন। ৩০২ কিলোমিটার পথ ৪ ঘণ্টা ৪৫ মিনিটে পৌঁছে দেবে এই ট্রেন। এসি চেয়ার কারের ভাড়া ১০৬৫ টাকা। এক্সেকিউটিভ চেয়ার কারের ভাড়া ১৮৯০ টাকা। দিল্লির আনন্দ বিহার রেলস্টেশন থেকে ট্রেনটি ছাড়বে বিকেল ৫টা ৫০ মিনিটে, দেরাদুন পৌঁছবে রাত ১০টা ৩৫ মিনিটে। মাঝে মিরাট, মুজাফ্ফরনগর, সাহারানপুর, রুরকি, হরিদ্বারে ট্রেনটি দাঁড়াবে।