জেলা

ফের ইতিহাস বদলের চেষ্টা! ‘নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্ম সোনারপুরে’, দাবি শুভেন্দু অধিকারীর

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাঁর  বক্তব্যে বলেছিলেন, সোনারপুরে জন্মগ্রহণ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই নিয়ে হাসির হিড়িক সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। যে দল সবই বদলে দিতে চায়, যে দলের সবাই নতুন করে ‘ইচ্ছে মতো’ ইতিহাস লিখতে চায় সে দলের নেতার এই ‘ভুল’ ইচ্ছাকৃত নয় তো! কারণ, ভুল শুধরে দেওয়া হলেও তিনি সেই দাবিতেই ছিলেন অনড়। বিরোধীদের অভিযোগ, ‘জাতীয়তাবাদের মোড়ক’ থাকলেও বিজেপি মোটেও দেশপ্রেমী নয়। অভিযোগ, গেরুয়া শিবির ‘দ্বেষপ্রেমী’। জাতীয় ইতিহাসের পরে পদ্মশিবিরের লক্ষ্য বাংলা। শোনা যায়, বিজেপি না কি বাংলাকে চায়। বাঙালিকে নয়। এবার কি বাংলার ইতিহাসও বদলে দিতে চাইছে বিজেপি?