খেলা

কুস্তিগীদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে এবার সরব সুনীল-ইরফানরা

 রাজধানী দিল্লির যন্তর-মন্তরে গত রবিবার আন্দোলনরত কুস্তিগীরদের ওপর নির্মম অত্যাচার চালায় দিল্লি পুলিস। তারা টেনে-হিঁচড়ে যেভাবে স্বাক্ষী-মালিক-ভিনেশ ফোগতদের প্রিজন ভ্যানে তুলে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করে তারই প্রতিবাদে এবার সরব হলেন ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী ও প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভারতের ফুটবল অধিনায়ক লেখেন, গতকাল দিল্লির পুলিশ যেভাবে আন্দোলনরত কুস্তিগীর টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তা দেখে আমার মনে হচ্ছিল যে, পুলিশ কাদের ওপর এই ধরনের অত্যাচার করছে। এঁরা প্রত্যেকেই জাতীয় খেলোয়াড়। কেউ রাজনৈতিক ব্যক্তি নন। রাজনীতিতে বিরোধী দলের নেতাদের আন্দোলন রুখতে পুলিশ এই ধরনের ব্যবহার করে। কাজেই সেই অত্যাচার এবার জাতীয় খেলোয়াড়দের ওপর নেমে এল। এটা অত্যন্ত লজ্জার একটি বিষয়। সুনীলের মতো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে সরব হয়েছেন প্রাক্তন জাতীয় ক্রিকেটার ইরফান পাঠান। ইরফান অবশ্য এর আগেই আন্দোলনরত কুস্তিগীরদের পাশে তাঁর সমর্থনের কথা জানিয়েছিলেন। এবার গত ররিবার যে নক্ক্যরজনক ঘটনা দিল্লির যন্তর-মন্তরে দিল্লি করল সেই বিষয়ে মন্তব্য করতে গিয়ে ইরফান সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই ঘটনা দেখে আমি অত্যন্ত মর্মাহত এবং দুঃখিত। আমি অনুরোধ করছি অবিলম্বে কুস্তিগীররা যে ইস্যু নিয়ে আন্দোলন করছে তার মীমাংসা দ্রুত করা হউক।