দেশ

বিজেপি শাসিত মণিপুরে সংঘর্ষে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের

মণিপুরে সংঘর্ষে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা কেন্দ্র ও রাজ্য সরকারের। ৩ মে থেকে যে দাঙ্গা শুরু হয়েছে, তাতে এখনও পর্যন্ত ৮০ জন প্রাণ হারিয়েছেন। উত্তপ্ত পরিস্থিতিতেই মণিপুর সফরে গেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসার পরেই দফায় দফায় বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়, মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণ দেবে কেন্দ্র ও রাজ্য সরকার। সোমবার রাতে ইম্ফলে পা রাখার পরেই মুখ্যমন্ত্রী এন বিরেন সিং, মণিপুরের মন্ত্রিসভার সদস্য, নিরাপত্তা আধিকারিক এবং স্বরাষ্ট্রদফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন অমিত শাহ। সেই বৈঠকেই ঠিক করা হয়, মণিপুরে দ্রুত শান্তি ফিরিয়ে আনা হবে। ওই বৈঠকের পর মঙ্গলবার সকালে ঘোষণা করা হয়, মণিপুরে দাঙ্গায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের পরিবার পিছু ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এই ১০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকা দেওয়া হবে রাজ্যের তরফে, বাকি ৫ লাখ টাকা দেবে কেন্দ্র। একই সঙ্গেই সংঘর্ষে মৃতদের পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়া হবে বলে ঠিক করা হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের জন্য চাল, ডাল, রান্নার গ্যাসের মতো প্রয়োজনীয় সামগ্রীও মজুত রাখার নির্দেশ সরকারকে দিয়েছেন অমিত শাহ।