কলকাতা

রাজ্যের সব পুরসভার নিয়োগের তথ্য জানতে দুই দপ্তরকে চিঠি পাঠাল ইডি

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত করছে দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডি। এর পাশাপাশি আদালতের নির্দেশে এই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের সভাগুলিতেও হওয়া নিয়োগ দুর্নীতির ঘটনায় তদন্ত শুরু করেছে। সেই সূত্রেই রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের কাছ থেকে ED রাজ্যের ১২১টি পুরসভার নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়ে পাঠিয়েছে। সেই তথ্য পাঠানোর জন্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফিরহাদ হাকিম আবার DLB-কে নির্দেশ দেন রাজ্যের পুরসভাগুলির কাছ থেকে সেই তথ্য চেয়ে পাঠানোর। সেই মতন DLB-ও রাজ্যের পুরসভাগুলির কাছ থেকে সেই মর্মে তথ্য চেয়ে পাঠিয়েচ চিঠি দিয়েছে। সেই চিঠিতে তাঁরা আবার ইডি’র পাঠানো মূল চিঠিটিরও রেফারেন্স দিয়ে দিয়েছে। আর এই সব দেখে মনে হচ্ছে, রাজ্যে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির ঘটনার তদন্তের পরে এবার পুরনিয়োগ ঘিরে হয়ে যাওয়া দুর্নীতির ঘটনায় তদন্ত করতে কোমর বেঁধে নামতে চলেছে সিবিআই ও ইডি। DLB রাজ্যের পুরসভাগুলিতে যে চিঠি পাঠিয়েছে তাতে ২০১৪ সালের ১ জানুয়ারির পর থেকে এখনও পর্যন্ত কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে তা জানতে চাওয়া হয়েছে। ওই চিঠিতে পুরসভার নাম, নিয়োগ হয়ে থাকলে সে সংক্রান্ত Notification Number of Notice ও তারিখ, কতজন নিয়োগ করা হয়েছিল, নিয়োগ হয়ে থাকলে কোন পদে কতজন এবং তাদের নাম ঠিকানা-সহ কোন এজেন্সির মাধ্যমে নিয়োগ হয়েছিল তার নাম এবং পরীক্ষার OMR Sheet’র কপি জানাতে বলা হয়েছে। শুধু তাই নয়, ২০১২ এবং ২০১৭ সালের পুরসভার পুরপ্রধানদের এবং পুরসভার Executive Officer-দের নাম ঠিকানাও চেয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ওইসব তথ্যের Hard Copy এদিনের মধ্যেই DLB ডিএলবি অফিসে জমা করে আসতে বলা হয়েছে। রাজ্যের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে ED’র হাতে গ্রেফতার হন অয়ন শীল। তাঁর সল্টলেকের অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় পুরসভা নিয়োগ সংক্রান্ত OMR Sheet। প্রায় ৬০টি পুরসভার নাম উঠে আসে। যে তালিকায় দক্ষিণ দমদম, উত্তর দমদম, দমদম, বরাহনগর, কামারহাটি, পানিহাটি, টিটাগড়-সহ উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি পুরসভার নাম উঠে এসেছে বলে সূত্রের খবর