জেলা

‘কোথায় আসতে হবে বলুন, আমি একা পৌঁছে যাব, আপনার দম থাকলে ঘষে দেখান’, দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ অভিষেকের

এদিন পটাশপুরের জনসভায় অভিষেক বলেন, ‘দিলীপ ঘোষ বলেছে, অভিষেক আমার সামনে এলে ঘষে দেব। আমি দিলীপবাবুকে বলব, আমি আরও ২০ দিন রাস্তায় আছি। আপনি এক ঘণ্টার ব্যবধানে বলুন, কোথায় আসবেন, আর কোথায় দেখবেন। আমি পৌঁছে যাব। দেখি আপনার কত দম। জনসমক্ষে জায়গা ঠিক করুন। আমি একা পৌঁছে যাব’। আপনি আমাকে ঘষতে চান, আপনার দম থাকলে  বলুন, কোথায় আসতে হবে। আমি আসব। আপনি ঘষে দেখান’। উল্লেখ্য, নবজোয়ার কর্মসূচিতে জঙ্গলমহলে গিয়ে কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েন অভিষেক। ঝাড়গ্রামে তাঁর কনভয়ে হামলার চালান আন্দোলনকারীরা! কেন? ঘটনার তদন্তে নেমেছে সিআইডি। এপ্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘বীরবাহা হাঁসদার গাড়ি ভেঙেছে, কে ভেঙেছে, কে দেখেছে, সব নাটক, তৈরি করা। অভিষককে নেতা করার জন্য এভাবে গাড়ি ভেঙে নাটক করা হচ্ছে। এইভাবে নেতা হওয়া যায় না’। সঙ্গে হুঁশিয়ারি, ‘বলছে, কুড়মিরা আক্রমণ করেনি, বিজেপি আক্রমণ করেছে। আমি বলছি, খুব সাবধান। হাত দেবেন না, হাত জ্বলে যাব। বিজেপির গায়ে হাত দিলে! যাঁরা ঢুকতে যাচ্ছেন, ঢুকতে তো পারবেনই না, জঙ্গলমহলে কোনও তৃণমূল নেতাকে বসতে দেব না, থাকতে দেব না’।