চলতি শিক্ষাবর্ষ থেকেই রাজ্যের পড়ুয়ারা চার বছরে হবে স্নাতক। তিন নয়, এবার থেকে চার বছর পঠনপাঠনের পর স্নাতক ডিগ্রি পাবেন ছাত্রছাত্রীরা। প্রাথমিকভাবে নয়া শিক্ষানীতি কার্যকর করার ক্ষেত্রে আপত্তি ছিল রাজ্য সরকারের। তবে অবশেষে খানিকটা সেই রেশ ধরেই সরকার চার বছরের স্নাতক কোর্স চালু করতে চলেছে বলে মত শিক্ষামহলের। ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকেই এই সিদ্ধান্ত কার্যকর করবে উচ্চ শিক্ষা দফতর। শিক্ষা দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সর্বোপরি ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখেই চার বছরের স্নাতক কোর্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে এই নীতি কার্যকর হবে। এবছর যে সব পড়ুয়া উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, তাঁরা এই নয়া নীতির আওতায় পড়বেন বলে জানিয়েছে শিক্ষা দফতর। যদিও সংশ্লিষ্ট বিষয়টি জাতীয় শিক্ষানীতিকে মান্যতা দিয়ে নয়, বরং সর্বোতভাবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এতদিন রাজ্যের কলেজগুলিতে তিন বছরের ডিগ্রি কোর্স ছিল। চলতি শিক্ষাবর্ষ থেকে সেই কোর্সই হতে চলেছে চার বছরের। জাতীয় শিক্ষানীতিতে চার বছরের অনার্স ডিগ্রি কোর্স চালু করার কথা বলা হয়েছিল। সেই মতো নির্দেশিকা জারি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন রাজ্যের অনেক বিশ্ববিদ্যালয় সেই নির্দেশিকা মেনে নিলেও প্রাথমিকভাবে এব্যাপারে সহমত পোষণ করেনি রাজ্য সরকার। তবে দীর্ঘ টালবাহানার পর অবশেষে কলেজের পঠনপাঠনে জাতীয় শিক্ষানীতিতেই শিলমোহল দিল পশ্চিমবঙ্গ সরকার।