দেশ

ইসরোর আধিকারিকদের বেতন কেটে নিল মোদি সরকার!‌

ভারতীয় মহাকাশ বিজ্ঞানীরা যখন দিন-রাত এক করে চন্দ্রযান-২ প্রকল্পের সাফল্য সুনিশ্চিত করতে ব্যস্ত, তখনই নজিরবিহীনভাবে বেতন কমিয়ে দিয়ে তাঁদের হতাশা বাড়ানোর চেষ্টা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার! যা নিয়ে এখন চর্চা তুঙ্গে উঠেছে।
ঠিক কী হয়েছে?‌ ইসরো সূত্রে খবর, ভারতীয় মহাকাশ বিজ্ঞানীদের তৈরি চন্দ্রযান-২ যখন সাফল্যের সঙ্গে চাঁদের উদ্দেশে পাড়ি দিল, তার ঠিক একমাস আগে গত ১২ জুন এক নির্দেশিকা জারি করে ইসরোর বিজ্ঞানীদের বেতন এক ধাক্কায় অন্তত ১০ হাজার টাকা করে কমিয়ে দিয়েছে কেন্দ্র। সরকারি নির্দেশিকা অনুযায়ী ১ জুলাই থেকে এই কমে যাওয়া বেতনই নিতে বাধ্য হচ্ছেন ইসরোর বিজ্ঞানীরা। জানা গিয়েছে, মোদি সরকারের আচরণে ইতিমধ্যেই ক্ষোভ-অসন্তোষ প্রকাশ করে ইসরোর চেয়ারম্যান কে শিবনকে একটি চিঠি দিয়েছেন সংস্থার বিজ্ঞানীদের সংগঠন স্পেস ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন (এসইএ)। বেতন কমানোর নির্দেশ অবিলম্বে প্রত্যাহারের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে চিঠিতে।