করমণ্ডল ট্রেন দুর্ঘটনায় আহত ৪৬ জন ভর্তি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। ওড়িশা থেকে ফিরে তাঁদের ও তাঁদের পরিজনদের সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিকেলে হাসপাতালে গিয়ে তিনি ঘুরে দেখেন সার্জারি সহ একাধিক ওয়ার্ড। আহতদের কাছ থেকে সমস্যার কথা জানতে চান। হাসপাতাল সূত্রে খবর, নুরজাহান বিবির ১২ বছরের কন্যার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রেন দুর্ঘটনায়। তাঁর সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। অন্যান্যদের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্যের প্রতিশ্রুতি দেন। এদিন চিকিৎসক- নার্স- স্বাস্থ্যকর্মী এবং আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি। জানতে চান প্রয়োজনীয় কিছু লাগবে কি না। উল্লেখ্য, এদিন ওড়িশা’র কটকে হাসপাতালে গিয়ে মুখ্যমন্ত্রী একাধিক ওয়ার্ড ঘুরে দেখেন। কথা বলেন আহত এবং তাঁদের পরিজনদের সঙ্গেও। তিনি জানিয়েছেন, বাংলার ৯৭ জন চিকিৎসাধীন ওড়িশায়। নিখোঁজ পশ্চিমবঙ্গের ৩১ জন। ওড়িশা গিয়ে তিনি নির্দেশ দিয়েছিলেন, অল্প আহত এবং যারা ফিরতে ইচ্ছুক তাঁদের যেন ফেরানো হয়।