দেশ

ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় এফআইআর দায়ের সিবিআইয়ের

ডিশায় ভয়াবহ দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। আজ, মঙ্গলবার সকালে বালাসোরে দুর্ঘটনাস্থলে যান সিবিআই তদন্তকারী অফিসাররা। এরপরই ভারতীয় দণ্ডবিধির চারটি ও রেলওয়ে আইনের তিনটি ধারায় এফআইআর দায়ের করে সিবিআই। এদিন দুপুর ১টায় ওডিশার বালাসোর থানায় গিয়ে এফআইআর করে সিবিআই। সিবিআইয়ের এফআইআরে আছে আইপিসি ১৮৬০-র ৩৩৭ ধারা। এই ধারা লাগু করা হয় যেখানে কোনও ব্যক্তির গাফলিততে মানুষের প্রাণ যায়। পাশাপাশি ৩৩৮, ৩০৪ (এ) ধারাতেও এফআইআর করা হয়েছে। সূত্রের খবর, আপাতত সিবিআই এই ট্রেন দুর্ঘটনায় অন্তর্ঘাতের সূত্র পায়নি। গাফিলতির যুক্তিই স্পষ্ট!

banganews.net