মণিপুরে শান্তি ফেরার কোনও লক্ষ্মণ আপাতত দেখা যাচ্ছে না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সে রাজ্য ঘুরে আসার পর জাতি দাঙ্গায় আবারও অশান্ত হয়ে উঠল উত্তর পূর্বের এই রাজ্য। সেই আবহে সোমবার মণিপুর সরকারের তরফে মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা আরও পাঁচ দিন বাড়িয়ে দেওয়া হল। ভুয়ো খবর ছড়ানো রোধ করতে এই সিদ্ধান্ত বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে। মণিপুরের স্বরাষ্ট্র দফতরের কমিশনার এইচ জ্ঞান প্রকাশের তরফে জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে ইন্টারনেটে নিষেধাজ্ঞা ১০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, রাজ্যের কিছু জায়গা থেকে এখনও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে বলে মণিপুরের ডিজিপি সোমবার বলেছিলেন, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মানুষকে হিংসাত্মক কার্যকলাপে উদ্বুদ্ধ করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে গুজব এবং বিভ্রান্তি ছড়াতে পারে দেশবিরোধী এবং সমাজবিরোধী অংশ। তা রুখতে এই পদক্ষেপ বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য মণিপুরে প্রথম মোবাইল এবং ব্রডব্যান্ড ইন্টারনেটের উপর নিষেধাজ্ঞা জারি করা হয় ৩ মে।