দেশ

অবশেষে বর্ষা ঢুকল কেরলে, দক্ষিণবঙ্গে সোমবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মৌসুমী বায়ু কেরলায় প্রবেশ করেছে। অর্থাৎ বর্ষার আগমন ঘটল। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এই খবর জানান। তিনি বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর-পূর্ব ভারতে মৌসুমী বায়ু প্রবেশ করতে পারে। এর পরবর্তী ক্ষেত্রে তার হাত ধরেই এ রাজ্যের উত্তরবঙ্গ এবং সিকিমের কিছু অংশতে বর্ষা প্রবেশ করবে। ফলে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ১১এবং ১২ জুন দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। ১০ জুন থেকে বৃষ্টি হাওয়া শুরু হবে আশা করা যায় এই জেলাগুলিতে। মালদা এবং দুই দিনাজপুরে ৮,৯ এবং ১০ জুন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কোস্টাল জেলাগুলি ছাড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূম জেলাতে আগামী তিন থেকে চারদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। বাকি যে উপকূলবর্তী জেলা এবং উপকূল সন্নিহিত জেলাগুলোতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে অথবা একটু মেঘলা আকাশ থাকতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম আদ্রতা জনিত অস্বস্তি পরিবেশ বজায় থাকবে আগামী তিন থেকে চার দিন । অর্থাৎ কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী সোমবার পর্যন্ত গরমে নাজেহাল হতে হবে আমজনতাকে।