কলকাতা

অশান্তি রুখতে পঞ্চায়েত ভোটের প্রচারে বাইক মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কমিশন

রাজ্যের পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন। শুক্রবার ছিল মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন। আর প্রথম দিনেই মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা সামনে এসেছে। সেই আবহে পঞ্চায়েত ভোট নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ করতে শুক্রবার আরও নির্দেশিকা জারি করল কমিশন। অশান্তি রুখতে রাজনৈতিক দলগুলির বাইক মিছিলে ম্নিষেধাজ্ঞা জারি করলেন রাজ্য নির্বাচন কমিশনার।