১০ মাস সময় থাকলেও তার আগেই কার্যত লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল জাতীয় নির্বাচন কমিশন ৷ ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পাশাপাশি চলতি বছরের শেষের দিকে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে ৷ আর তারই প্রস্তুতি নিচ্ছে কমিশন ৷ নির্বাচন কমিশন সূত্রে খবর পর্যায়ক্রমে সারা দেশে ইভিএম এবং পেপারট্রেল মেশিনগুলির প্রথম স্তরের পরীক্ষা শুরু করা হয়েছে ।কমিশনের দাবি মক পোল হল প্রথম স্তরের চেক প্রক্রিয়ার অংশ বিশেষ ৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে মার্চ মাসে সুরাতের একটি দায়রা আদালত ফৌজদারি মানহানির মামলায় দোষী সাব্যস্ত করে ৷ এরপরই তাঁর সাংসদ পদ খারিজ করে দেয় লোকসভার সচিবালয় ৷ ফলে কেরলের ওয়ানাদ আসনটি বর্তমানে খালি রয়েছে। নির্বাচন কমিশনের এক আধিকারিক জানান মক পোলের মাধ্যমে ইভিএম পরীক্ষার একটি প্রাথমিক অনুশীলন চলছে ৷ পর্যায়ক্রমে কেরলের ওয়ানাদের নির্বাচনী এলাকাসহ সারা দেশেই এটি অনুষ্ঠিত হবে ৷ নির্বাচন কমিশনের দাবি এই ধরনের অনুশীলনের জন্য একটি ক্যালেন্ডার জারি করা হয় ৷ সেখানে স্থায়ী নির্দেশাবলী রয়েছে যা প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের অনুসরণ করতেও বলা হয়েছে ৷ কমিশন সূত্রে খবর, রাজস্থান মিজোরাম ছত্তিশগড় তেলাঙ্গানা এবং মধ্যপ্রদেশের পাশাপাশি যে বিধানসভা এবং সংসদীয় আসনগুলিতে উপনির্বাচনের কথা রয়েছে সেখানেও এফএলসি অর্থাৎ এই মক পোল অনুষ্ঠিত হবে । বর্তমানে ওয়ানাদ পুনে এবং চন্দ্রপুর মহারাষ্ট্র গাজিপুর উত্তরপ্রদেশ এবং আম্বালা হরিয়ানাএর লোকসভা আসন খালি রয়েছে । অন্যদিকে নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ও সাজা স্থগিতের আবেদন গুজরাত হাইকোর্টে বিচারাধীন ।কমিশনের দাবি এই পরীক্ষার সময় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এবং পেপারট্রেল মেশিনগুলি যান্ত্রিক ত্রুটি আছে কি না তা দেখা হয় ৷ এর জন্য বিইএল এবং ইসিআইএলএর ইঞ্জিনিয়ারদের দিয়ে বিশেষ পরীক্ষা করানো হয় ৷ দুটি পিএসইউ যারা ভোটের দুটি সরঞ্জামই তৈরি করে বলে জানিয়েছে কমিশন । অন্যদিকে প্রাথমিক পরীক্ষায় ত্রুটিপূর্ণ মেশিনগুলি মেরামত বা বদলের জন্য নির্মাতাদের কাছে ফেরত পাঠাবে বলে জানিয়েছে কমিশন ৷ পাশাপাশি রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতেই দুটি মেশিন পরীক্ষা করার জন্য একটি মক পোলও করে কমিশন ৷”