জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণরেখার কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৫ জঙ্গি নিহত হয়েছে। উত্তর কাশ্মীর জেলার লাইন অফ কন্ট্রোলের কাছে জুমগুন্ড এলাকায় বিশেষ সূত্রের খবরের ভিত্তিতে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। সারারাত সংঘর্ষের পর ভোরে এনকাউন্টার শুরু হয়। সেনা সূত্রে জানা গিয়েছে অভিযান চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা গুলিতে নিহত হয় ৫ জঙ্গি। শেষ পাওয়া খবর অনুসারে গোটা এলাকা ঘিরে রেখে চলছে তল্লাশি অভিযান।