দেশ

উত্তরপ্রদেশে প্রচণ্ড গরমে হাসপাতালে ৩৪ জনের মৃত

দেশ জুড়ে চলছে প্রচণ্ড দাবদাহ। এর মধ্যেই উত্তরপ্রদেশে অত্যাধিক গরমে অনেকে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। কিন্তু তাতেও শেষরক্ষা হচ্ছে না। হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ ঘন্টায় ৩৪ জনের মৃত্যু হল। মৃতদের প্রত্যেকের বয়স ৬০ এর উপরে বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে। এই ঘটনার পর জেলা হাসপাতালের চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট দিবাকর সিং সাংবাদিকদের বলেন, ‘রোগী ও কর্মীদের হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতে হাসপাতালে ফ্যান, কুলার এবং এয়ার কন্ডিশনার ব্যবস্থা করা হয়েছে।’ পাশাপাশি হাসপাতালে চিকিৎসক ও প্যারামেডিক্যাল স্টাফের সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানান তিনি। হিট স্ট্রোক থেকে বাঁচতে, মানুষকে সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি। উল্লেখ্য শুক্রবার বালিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.৭ ডিগ্রি বেশি।