ভাইরাল

ফেসবুক লাইভে স্ত্রী-মেয়ের সামনে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন

ফেসবুক লাইভ করে খুন! হাড় হিম করা সেই দৃশ্য দেখে রীতিমতো চমকে উঠলেন সকলে। গতকাল ঘটনা ঘটেছে জম্মু-কাশ্মীরে। নিহত ব্যক্তির নাম রাম সিং ধোসা। ফেসবুক লাইভ চলাকালীন তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন ভারো সিং নামে এক ব্যক্তি। পরে তাঁকেই লাইভের মধ্যে খুন করতে দেখা যায়। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন নেটিজেনদের একাংশ। অভিযুক্ত ব্যক্তি ডোডার ভালেসা এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। ফেসবুক লাইভে তাঁকে বাড়ি তৈরির জন্য ব্যবহৃত স্টোনচিপ নিয়ে বচসায় জড়াতে দেখা গিয়েছে। শুধু তাই নয়, লাইভ ভিডিয়োতে বারবার হুমকি দেন তিনি। “আমি ওকে বারবার আমার স্টোনচিপ দিয়ে দিতে বলেছিলাম। স্টোনচিপ ছাড়া কী ভাবে বাড়ি তৈরি হবে? এই নিয়ে গ্রামের মোড়লের সঙ্গেও কথা বলেছি। তহশিলদারকে জানিয়েছিলাম। কেউ আমাকে সাহায্য করেনি। সেই কারণেই ওকে খুন করেছি।“ ফেসবুক লাইভে বলেন অভিযুক্ত ভারো সিং।