আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়েতে উলটে গেল যাত্রী বোঝাই বাস। উত্তরপ্রদেশের শ্রাবস্তি থেকে গুজরাতের পথে রওনা দিয়েছিল শ্রমিক বোঝাই ওই বাস। কিন্তু মাঝ পথেই ঘটে গেল দুর্ঘটনা। ইটাওয়া জেলার চৌবিয়া থানার আগ্রা লখনউ এক্সপ্রেসওয়ের ১১৩ কিলোমিটার মাইলস্টোনের কাছে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৩০ জনেরও বেশি শ্রমিক। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। দুর্ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, ৮০ জন শ্রমিক নিয়ে শ্রাবস্তি থেকে গুজরাত যাচ্ছিল বাসটি। বৃহস্পতিবার ভোরের দিকে বাস চালকের চোখ লেগে যাওয়ার ফলে দুর্ঘটনাটি ঘটে। আহত শ্রমিকদের উদ্ধার করে উত্তরপ্রদেশের সাইফাই মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। বাস উলটে যাওয়ার মত দুর্ঘটনা ঘটলেও জখমদের কেউই গুরুতর আহত হননি বলেই জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।