লক্ষ্য ২০২৪ সালে বিজেপিকে পরাস্ত করা। সেই লক্ষ্যে আজ, শুক্রবার বিরোধী দলের চাঁদের হাট পটনাতে। বৃহস্পতিবার বিকেলেই পটনায় চলে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চলে আসেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মমতা বন্দোপাধ্যায় পৌঁছনোর কয়েক ঘণ্টা পরে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানকে নিয়ে পটনা বিমানবন্দরে পৌঁছন। কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতিও বৃহস্পতি-সন্ধ্যায় পটনায় পৌঁছেছেন। কংগ্রেস সূত্রে খবর, আজ, শুক্রবার সকালে পটনা পৌঁছবেন রাহুল গান্ধি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এবং এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল। গত রাতে অখিলেশ যাদব, এম কে স্ট্যালিন-সহ বিরোধী নেতারা এসে হাজির হন পটনায় ৷ বিরোধী দলের বৈঠক ঘিরে রাজনৈতিক উত্তেজনা বহাল পটনায়। আজ নীতিশ কুমারের বাসভবনে বেলা ১১ টা থেকে শুরু হবে মহাবৈঠক। এদিন সকালে বিহারের পাটনায় বিরোধী জোটের মহাবৈঠকে উপস্থিত রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এম কে স্ট্যালিন, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মান, হেমন্ত সোরেন এবং নীতীশ কুমার সহ মোট ৬জন মুখ্যমন্ত্রী। এছাড়াও উপস্থিত রয়েছেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, শারদ পাওয়ার, অখিলেশ যাদব, সীতারাম ইয়েচুরি, ওমর আবদুল্লা, উদ্ধব থ্যাকারে, মেহেবুবা মুফতির মতো জাতীয়স্তরের নেতা-নেত্রীরা।