কলকাতা

দক্ষিণবঙ্গে ৭২ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর

উত্তরবঙ্গে কমবে বৃষ্টির পরিমাণ আর দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। আগামী ৪৮-৭২ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। গত এক সপ্তাহের ভারী বৃষ্টির প্রভাবে উত্তরবঙ্গের নদীতে জলস্তর বিপদসীমার কাছাকাছি। রাজ্যজুড়ে বিক্ষিপ্তভাবে বজ্রপাতের আশঙ্কা। । সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের। দামিনী অ্যাপ ডাউনলোড করে নিরাপদ স্থানে থাকার পরামর্শ আবহাওয়া দফতরের। আগামী তিন দিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শনিবার দিনের অনেকটা সময় জুড়ে কলকাতা, হাওড়া, হুগলি, নদীয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির একাধিক স্পেল পাবে। ভোর থেকে কলকাতায় মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। মাঝেমধ্যে সাময়িক বিরতি নিলেও বৃষ্টি চলবে।  উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় দু-এক পশলা ভারী এবং বাকি দিন মাঝারি বৃষ্টির পূর্বাভাস। বাকি জেলাগুলিতে এদিন ধাপে ধাপে বৃষ্টির পরিমাণ কমবে। দক্ষিণবঙ্গের সব জেলায় কাল বেলা ২.৩০তে মৌসুমী বায়ু সম্পূর্ণ রূপে প্রবেশ করেছে। যদিও এই মৌসুমী বায়ু এখনও কিছুটা দুর্বল। তাই দক্ষিণবঙ্গের কোথাও এই মুহুর্তে অতিভারী বা ভারী বৃষ্টির সতর্কতা নেই। জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং আংশিকভাবে বজ্র বিদ্যুত-সহ বৃষ্টি চলবে। ২৫ ও ২৬ জুন বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে। আজ রাজ্যজুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বাজ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। সাধারণ মানুষকে সতর্ক থাকতে পরামর্শ আবহাওয়া দফতরের। বজ্রপাতের সতর্কতা থাকলে নিরাপদ স্থানে থাকার পরামর্শ হাওয়া অফিসের।  কলকাতায় মূলত মেঘলা আকাশ। প্রায় সারাদিনের বিভিন্ন সময় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বন্ধ হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় বজ্রপাতের আশঙ্কা থাকবে। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতায়।