বিজ্ঞান-প্রযুক্তি

সাইবার হামলা: ChatGPT-র লক্ষাধিক অ্যাকাউন্ট হ্যাক, শীর্ষে ভারতীয়রা

হ্যাকারদের থাবা এবার চ্যাটজিপিটিতে। সাইবার হামলা চালিয়ে এক লক্ষের বেশি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে একদল হ্যাকার। শুধু তাই নয়, ডার্ক ওয়েবেও বিক্রি করে দেওয়া হয়েছে চ্যাটজিপিটি ব্যবহারকারীদের তথ্য। এমনই বিস্ফোরক দাবি করেছে সিঙ্গাপুর ভিত্তিক সাইবার নিরাপত্তাপ্রতিষ্ঠান গ্রুপ আইবি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করার জন্য ইতিমধ্যেই নেটা নাগরিকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে চ্যাটজিপিটি। প্রতিদিনই চ্যাটবট চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাই সাইবার হ্যাকারদের নজর পড়েছে ব্যবহারকারীদের ওপরে। ‘গ্রুপ আইবি’র পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়  অঞ্চলের বিভিন্ন দেশগুলির চ্যাটজিপিটি ব্যবহারকারীদের লক্ষ্য করেই সাইবার হামলা  চালাতে শুরু করেছে একদল হ্যাকার। এই  অঞ্চলের প্রায় ৪০ শতাংশ চ্যাটজিপিটি অ্যাকাউন্ট এরই মধ্যে সাইবার হামলার শিকার হয়েছে। ২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের মে মাস পর্যন্ত এক লক্ষ এক হাজার ১৩৪টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করেছে হ্যাকাররা। তার মধ্যে শুধুমাত্র মে মাসেই ২৬ হাজার ৮০০ জনের চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। ব্যবহারকারীদের ব্যাঙ্কের তথ্য, ইমেল, পাসওয়ার্ড ও ফোন নম্বর নিরাপত্তাঝুঁকিতে রয়েছে।’  চ্যাটজিপিটির অ্যাকাউন্টধারীদের তথ্য হাতিয়ে নিতে ‘ইনফো-স্টিলিং’ ম্যালওয়ার ব্যবহার করেছে হ্যাকাররা। ‘গ্রুপ আইবি’র দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মাসে যে লক্ষাধিক ব্যবহারকারীর চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে তার মধ্যে শীর্ষে রয়েছেন ভারতীয়রা। ভারতের ১২ হাজার ৬৩২টি চ্যাটজিপিটি অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।