দেশ

৫ জন ডাকাতকে গ্রেফতার করতে ১ হাজার ৬০০ জনকে আটক করল দিল্লি পুলিশ, বাজেয়াপ্ত ২ হাজার গাড়ি

 দিল্লির প্রগতি ময়দানে প্রকাশ্য দিবালোকে ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেফতার করতে ১৬০০ জনকে আটক করল দিল্লি পুলিশ। শুধু তাই নয়, ২০০০ গাড়িকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা গিয়েছে, আগ্নেয়াস্ত্র দেখিয়ে একটি গাড়ি দাঁড় করিয়ে যাত্রীদের লাছ থেকে নগদ ২ লাখ টাকা লুঠ করেছে ৪ দুষ্কৃতী। দিল্লির প্রগতি ময়দান এলাকায় এই ঘটনা ঘটেছে। চাঁদনি চকের ওমিয়া এন্টারপ্রাইজের ডেলিভারি এজেন্ট প্যাটেল সজন কুমার এবং তার সহযোগী জিগার প্যাটেল শনিবার একটি ক্যাবে করে গুরুগ্রামে যাচ্ছিলেন। সেই পথে যাওয়ার সময় দুটি বাইকে চারজন লোক তাদের পথ অবরোধ করে। দুই জন আরোহী বাইক থেকে নেমে বন্দুক দেখিয়ে দুজনের কাছ থেকে দু লাখ টাকা লুঠ করে। সেই ঘটনার পর ইতিমধ্যে দিল্লি পুলিশকে একহাত নিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার পদত্যাগের দাবি তুলেছেন তিনি।