ভীমসেনার প্রধান চন্দ্রশেখর আজাদ রাবনকে নিশানা করে গুলি করার অভিযোগ। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা বুধবার সন্ধ্য়ায় উত্তরপ্রদেশের শাহরানপুরে তাকে নিশানা করে গুলি ছোঁড়ে বলে অভিযোগ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দু রাউন্ড গুলি চালানো হয়েছিল ওই নেতার গাড়ি লক্ষ্য করে। তার মধ্য়ে একটি গুলি তার শরীরে লাগে। পুলিশকে দেওয়া বিবৃতিতে আজাদ জানিয়েছেন, আমি ভালো করে মনে করতে পারছি না। তবে আমার লোকজন ওদের চিনতে পারবে। তাদের গাড়ি শাহারানপুরের দিকে যাচ্ছিল। এমন সময় আমরা ইউটার্ন নিই। গাড়িতে পাঁচজন ছিল। আমার ভাইও গাড়িতে ছিল। স্থানীয় এক সমর্থকের বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় বন্দুকবাজের হামলা। শাহরানপুর এসএসপি ডাঃ বিপিন টোডা জানিয়েছেন, গাড়িতে করেই দুষ্কৃতীরা এসেছিল। সেই সময় তারা ওই কনভয়ে গুলি চালায়। তিনি জানিয়েছেন, চন্দ্রশেখর আজাদের কনভয় লক্ষ্য় করে গুলি চালানো হয়। একটি বুলেট তার শরীর ঘেঁষে বেরিয়ে গিয়েছে। তার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল। পুলিশ ঘটনার তদন্ত করছে। এদিকে ঘটনার পরেই এলাকায় তুমুল শোরগোল পড়ে। প্রচুর ভীমসেনার সদস্যরা হাসপাতালের সামনে জড়ো হয়ে যান। আজাদ সমাজ পার্টির সদস্যরা এলাকায় জড়়ো হয়ে যান। এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে জখম আজাদের ছবি ফেসবুকে শেয়ার করা হয়েছে। দোষীদের কঠোর শাস্তির দাবি করা হয়েছে।