দেশ

প্রবল বর্ষণে জলমগ্ন দিল্লি, জারি কমলা সতর্কতা

বৃহস্পতিবার প্রবল বর্ষণে ভেসে গেল দিল্লি। রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল ২৭.১ ডিগ্রি সেলসিয়াসে। এই মরশুমের গড়পড়তা তাপমাত্রার থেকেও যা অনেক নীচে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বৃহস্পতিবার দিনভর দিল্লিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী বৃহস্পতিবার সকাল ৮ টার সময় এয়ারকোয়ালিটি ইনডেক্স ছিল ১১৪। যাকে মাঝারি পরিমাপসূচকের মধ্যে ফেলা যায়। AQI মাত্রা ০ থেকে ৫০-এর মধ্যে হলে সেটি কম বলে ধরা হয়। ৫১ থেকে ১০০ পর্যন্ত পরিমাপে উদ্বেগ করার মতো নেই।