দেশ

অসমে সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার পুলিশ কনস্টেবলের মৃতদেহ

সরকারি কোয়ার্টার থেকে উদ্ধার হল অসম পুলিশের এক কনস্টেবলের ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে অসমের মোরিগাঁও জেলায়। শনিবার অসম পুলিশের তরফে কনস্টেবলের দেহ উদ্ধারের কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, মৃত কনস্টেবলের নাম সোনি নাথ । ২২ বছর বয়স তাঁর। নেলি থানায় তিনি কর্মরত ছিলেন। সকালে ডিউটির জন্য সোনি নাথ কোনও রিপোর্ট না করায় তাঁর এক সহকর্মী হোম গার্ড খোঁজাখুঁজি শুরু করেন। এরপর সরকারি কোয়ার্টারের বারান্দায় সিলিং থেকে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এরপর তড়িঘড়ি তাঁকে নামানো হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসক সোনু নাথকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শুক্রবার রাতে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন সোনু। তবে কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। সম্পর্কজনিত কারণ, নাকি মানসিক অবসাদে এই কাজ করে বসলেন তরুণ কনস্টেবল তা জানতে তদন্ত শুরু হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে পুলিশ। প্রসঙ্গত, অসমের হাইলাকান্দি জেলার বাসিন্দা সোনু তিন মাস আগে চাকরিতে যোগ দিয়েছিলেন।