ভয়াবহ অগ্নিকাণ্ড খড়গপুর আইআইটিতে। মাঝরাতে বিধ্বংসী আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে খবর, রাত তিনটে নাগাদ দাউদাউ করে আগুন জ্বলে ওঠে লাল বাহাদুর শাস্ত্রী হলের কমন রুমে। সেখানে পড়ুয়াদের বেডিং-সহ প্রচুর সামগ্রী রাখা ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায়, নিমেষে পুড়ে ছাই হয়ে যায় কমনরুমের ভিতরে থাকা জিনিসপত্র। দ্রুত খবর দেওয়া হয় দমকলে। গভীর রাতে ঘটনাস্থলে পৌঁছয় খড়গপুর ও সালুয়া থেকে দমকলের দুটি ইঞ্জিন। ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। কিন্তু তারপরেও খড়্গপুর আইআইটির মতো শিক্ষা প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপণ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।