কলকাতা

কলকাতা-শিয়ালদা থেকে বাতিল একাধিক ট্রেন

উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের কাটিহার ডিভিশনের একাধিক লাইনে ট্রেন পরিষেবার বাতিল করা হল। চলছে রেলের কাজ। রেলসূত্রে জানা যাচ্ছে, কাটিহার ডিভিশনের অন্তর্গত মঙ্গুরজান, তিন মাইল হাট ও ডামডাঙ্গি স্টেশনে অটোমেটিক ব্লক সিগনালিং চালু করার জন্য ১ জুলাই থেকে ৩ জুলাই, ২০২৩ পর্যন্ত তিনদিনের প্রি নন-ইন্টারলকিং এবং ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে দুইদিনের নন-ইন্টারলকিং কাজ চলছে। এরই কারণে কয়েকটি ট্রেনের পরিষেবা বাতিল এবং পথ পরিবর্তন করা হয়েছে। দেখে নিন তালিকা। ট্রেন নং. ১৫৭০৯/১৫৭১০ (মালদা টাউন-নিউ জলপাইগুড়ি-মালদা টাউন) এক্সপ্রেস ৪ ও ৫ জুলাই, ২০২৩ তারিখে বাতিল থাকবে। ট্রেন নং. ২২৪১১ (নাহরলগুন-আনন্দ বিহার টার্মিনাল) অরুণাচল এসি এসএফ এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৪ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।ট্রেন নং. ১২৩৬৪ (হলদিবাড়ি-কলকাতা) ত্রি-সাপ্তাহিক এক্সপ্রেস ট্রেনটি নিজের নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য ৫ জুলাই, ২০২৩ পর্যন্ত নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

ট্রেন নং. ১৩১৭৬ (শিলচর-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ট্রেনটি ৩ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জংশন, ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

ট্রেন নং. ১৩১৭৪ (আগরতলা-শিয়ালদহ) কাঞ্চনজংঘা এক্সপ্রেস ও ট্রেন নং. ১২৫২৩ (নিউ জলপাইগুড়ি-নিউ দিল্লি) এসএফ এক্সপ্রেস ট্রেনটি ৪ জুলাই, ২০২৩ তারিখে নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।

ট্রেন নং. ১২৪০৭ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং.) কর্মভূমি এক্সপ্রেস ট্রেনটি ৫ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে অমৃতসর জং. রেলওয়ে স্টেশনে পৌঁছনোর জন্য নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি জং., ঠাকুরগঞ্জ ও আলুয়াবাড়ি রোড স্টেশন হয়ে চলাচল করবে।

ট্রেন নং. ১৫৯১০ (লালগড়-ডিব্রুগড়) অবধ আসাম এক্সপ্রেস ট্রেনটি ২ জুলাই, ২০২৩ তারিখে লালগড় রেলওয়ে স্টেশন থেকে রওনা হওয়া নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছনর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে চলাচল করবে।

ট্রেন নং. ১২৫০৬ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) নর্থইস্ট এক্সপ্রেস, ট্রেন নং. ১২৩৭৭ (শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার) পদাতিক এক্সপ্রেস, ট্রেন নং. ২০৫০৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং. ১৩১৭৩ (শিয়ালদহ-আগরতলা) কাঞ্চনজংঘা এক্সপ্রেস, ট্রেন নং. ১২৪২৪ (নিউ দিল্লি-ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস ও ট্রেন নং. ১৫৬৩৯ (পুরী-কামাখ্যা) এক্সপ্রেস ৪ জুলাই, ২০২৩ তারিখে যাত্রা শুরু করে নিজেদের সংশ্লিষ্ট গন্তব্যস্থলগুলিতে পৌঁছনোর জন্য আলুয়াবাড়ি রোড, ঠাকুরগঞ্জ, শিলিগুড়ি জং., ও নিউ জলপাইগুড়ি স্টেশন হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।