লাগাতার বৃষ্টির জেরে কর্ণাটকের কিছু শহর এখনও জলমগ্ন। সপ্তাহের শুরুতেই বৃষ্টির কারণে ব্যহত হচ্ছে সাধারণ পরিষেবাও। এরকম পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন জেলা কর্তৃপক্ষ। দক্ষিণ কন্নড় এর ডিসি মুলাই মুগিলান জানান অত্যধিক বৃষ্টির কারণে কর্ণাটকের ম্যাঙ্গালুরু, মুলকি, উল্লাল, মুডবিদ্রি এবং বান্টওয়ালের সমস্ত স্কুল ও কলেজে জেলা কর্তৃপক্ষ আজ ছুটি ঘোষণা করেছে। প্রশাসনের তরফে ঘোষণা করা হয়েছে, এদিন রাজ্যের একাংশের বিভিন্ন জেলায় তুমুল বৃষ্টিপাতের কারণে স্কুল, কলেজ বন্ধ থাকবে। পাশাপাশি নিচু এলাকায় জল জমার কারণে, দুর্ঘটনা এড়াতে পড়ুয়াদের বাইরে বেরোতেও নিষেধ করা হয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে কর্ণাটকের জেলায় জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। এই পরিস্থিতিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। বর্তমানে মৎস্যজীবীদের সমুদ্রে যেতেও নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর।