পঞ্চায়েত ভোটের আগে ঘটে চলেছে বিরামহীন রাজনৈতিক হিংসা। এবার আক্রান্ত হলেন খোদ রাজ্যের শাসকদলের কর্মী। পূর্ব মেদিনীপুরের ময়নার বাকচায় তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে গোবরাদন গ্রামের তৃণমূল কর্মী গোপাল সামন্ত বাড়ি ফিরছিলেন। অভিযোগ, সেই সময় আচমকা তাঁর পথ আটকায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। শুধু তাই নয় বাঁশ, লাঠি দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ময়না থানার পুলিশ। আক্রান্ত তৃণমূল কর্মীকে উদ্ধার করে প্রথমে ময়না প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে যাওয়া হয়। কিন্তু আঘাত গুরুতর হওয়ায় সেখান থেকে চিকিৎসকরা তাঁকে তমলুক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করেন। তৃণমূল নেতা রাজীব পাঁছারির অভিযোগ, ‘বিজেপির জেলা পরিষদের প্রার্থী উত্তম সিঙ্গের নেতৃত্বে বিজেপি দুষ্কৃতীরা এসে তৃণমূল কর্মীর ঘরে ভাঙচুর চালায় এবং মারধর ও লুটপাট করে।’ জোড়াফুল শিবিরের অভিযোগ, বিজেপি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে ইচ্ছাকৃতভাবে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেসের তরফে বিষয়টি নিয়ে ময়না থানায় অভিযোগ জানানো হয়েছে। যদিও ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করেছে বিজেপি।