কোয়েম্বাটুর রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) পদমর্যাদার একজন সিনিয়র পুলিস আধিকারিক আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। পুলিস সূত্রে এই খবর শুক্রবার জানা গিয়েছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং বলেছেন যে এই মৃত্যু পুলিস বিভাগের জন্য একটি বিশাল ক্ষতি। ডিআইজি সি বিজয়কুমার শহরের রেড ফিল্ডসে তার বাসভবনে নিজের সার্ভিস পিস্তল দিয়ে নিজেকে গুলি করেছেন বলে সন্দেহ করা হচ্ছে। একজন সিনিয়র পুলিস অফিসার বলেছেন এই কথা। তিনি আরও যোগ করেছেন যে ওই আধিকারিকের নেওয়া এই চরম পদক্ষেপের কারণ খুঁজে বের করা হচ্ছে। ২০০৯ ব্যাচের আইপিএস আধিকারিক এই বছরের জানুয়ারিতে ডিআইজি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি এর আগে চেন্নাইয়ের আন্না নগরের ডেপুটি পুলিস কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।