জেলা

অশোকনগরে তৃণমূল প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে

পঞ্চায়েত ভোটের দিন বুথের মধ্যে তৃণমূল প্রার্থীকে কামড়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির পোলিং এজেন্টের বিরুদ্ধে। জখম তৃণমূল প্রার্থীর গালে কামড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আঘাতের ফলে তাঁর গালে সাতটি সেলাই পড়েছে। শনিবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে। অশোকনগরের হাবড়া ২ নম্বর ব্লকের রাজিবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের রাজিবপুর এ.ভি হাই স্কুলের ৯২ নম্বর বুথে চলছিল ভোট গ্রহণ। সেই আবহে আচমকা তৃণমূল এবং বিজেপির এজেন্টদের মধ্যে বচসা বাধে। অভিযোগ, সেই বচসা থামাতে গেলে তৃণমূল প্রার্থীর গালে কামড় দিয়ে বসেন বিজেপির পোলিং এজেন্ট। কামড়ের ফলে রক্তাক্ত হয়ে যান তিনি। কানের নীচে থেকে বেশ খানিকটা মাংস উঠে যায়। এই ঘটনার পর শোরগোল পড়ে যায় এলাকায়। সাময়িক উত্তেজনা তৈরি হয়। ছুটে আসে পুলিশ। কিছুক্ষণের মধ্যে আক্রান্ত তৃণমূল প্রার্থীকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর গালের ক্ষতস্থানে সাতটি সেলাই দিতে হয়েছে। প্রসঙ্গত এদিন ভোটকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির খবর পাওয়া গিয়েছে। শনিবার এক ডজন বেশি মানুষের বেশি মৃত্যু ঘটেছে ভোতকে কেন্দ্র করে হিংসার ঘটনায়।