অবশেষে প্রতীক্ষার অবসান।মুক্তি পেল অ্যাটলি কুমার পরিচালিত শাহরুখ খানের নতুন ছবি জওয়ান-এর ট্রেলার।অ্যাকশনে ভরপুর ট্রেলারে রীতিমতো নজর কেড়েছেন একজনই, তিনি শাহরুখ খান।ছবিতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী নয়নতারা।জওয়ান-এর ভিলেন বিজয় সেতুপতি।পাশাপাশি ছবিতে দেখা যাবে প্রিয়মণি,সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভর সহ আরও অনেককে।একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাডুকোনও।ছবির ট্রেলারে অবশ্য জওয়ান-এর গল্পের খোলসা করেননি বলিউড বাদশা।যদিও সব মিলিয়ে ট্রেলারে চার চারটি লুকে দেখা গিয়েছে শাহরুখ খানকে।আগামী ৭ সেপ্টেম্বর বড়পর্দায় মুক্তি পাবে জওয়ান। শনিবার রাতেই সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান জানিয়ে ছিলেন, সোমবার সকালেই মুক্তি পাবে জওয়ান এর ট্রেলার।কিং খানের এমন ঘোষণার পরই সোশ্যাল সাইটে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন ভক্তরা।শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই প্রকাশ্যে এল জওয়ান-এর সেই বহু প্রতীক্ষিত ট্রেলার। ছবিতে চারটি লুকে দেখা গিয়েছে শাহরুখ খানকে। ট্রেলারের শুরুতেই পুলিশ অফিসারের চরিত্রে ধরা দিয়েছেন তিনি।মুখোশের আড়ালেও ধরা দিয়েছেন বলিউড বাদশা।কখনও তিনি বন্দুক হাতে শত্রুপক্ষের বিনাশ করতে এগিয়ে যাচ্ছেন।কখনও বা হেলিকপ্টার থেকে ঝাঁপ দিচ্ছেন।আবার রোম্যান্টিক হিরোর ইমেজেও ধরা দিয়েছেন বলিউড বাদশা। সব মিলিয়ে জওয়ান-এর ট্রেলার জুড়ে নানা লুকে
রয়েছেন শাহরুখ খান।জানা যাচ্ছে,ছবিতে ডবল রোলে রয়েছেন অভিনেতা। বাদশা খানের নতুন ছবির ট্রেলারে পুলিশ অফিসারের চরিত্রে নজর কাড়লেন নায়িকা নয়নতারা এবং খলনায়ক বিজয় সেতুপতিও।রয়েছেন প্রিয়মণি,সানায়া মালহোত্রারাও। সদলবলে একটি মেট্রো রেল হাইজ্যাক করবেন কিং খান। গল্পের অ্যাকশন প্যাকড ক্লাইম্যাক্স যে সেই ঘটনা নিয়েই ঘনিয়ে উঠবে তার আভাস কিন্তু ট্রেলারেই দিয়েছেন শাহরুখ।ট্রেলারের শেষে সকলকে চমকে দিয়েছেন বলিউড বাদশা। কারণ,ছবির অ্যানাউন্সমেন্ট টিজারে আহত মুখে ব্যান্ডেজ বাধা অবস্থায় দেখা গিয়েছিল শাহরুখকে।যদিও ট্রেলারের শেষে কিন্তু সেই ব্যান্ডেজ খুলে ফেলেছেন তিনি। এবং সেই দৃশ্যে যে লুকে দেখা গিয়েছে কিং খানকে।সেটা আপাতত সাসপেন্সই থাক।পাঠকরা সেটা ট্রেলারেই দেখে নেবেন।পাঠান-এর পর বক্সঅফিসে যে ঝড় তুলতে আসছে জওয়ান।তা এখনই স্পষ্ট হয়ে গিয়েছে।শাহরুখের নতুন ছবির মুক্তির কারণে পিছিয়ে গিয়েছে একঝাঁক বিগবাজেট ফিল্মের মুক্তি।নির্মাতারা যে খুব একটা খারাপ সিদ্ধান্ত নেননি তা ট্রেলারেই বুঝিয়ে দিয়েছেন বলিউডের বেতাজ বাদশা। জওয়ান-এর ট্রেলারের পরিবেশনা কিন্তু এককথায় অনবদ্য।হালফিলে বলিউড ছবির ট্রেলারে এইরকম বিষয় কিন্তু দেখা যায়নি।এর পিছনে যে পরিচালক অ্যাটলির মুন্সিয়ানা রয়েছে তা বলার অপেক্ষা রাখে না।