দেশ

বাংলায় বিজেপির তথ্যানুসন্ধান দলের পালটা! এবার অগ্নিগর্ভ মণিপুরে যাচ্ছে তৃণমূলের প্রতিনিধিরা

জনজাতি সংঘর্ষে গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ হয়ে রয়েছে মণিপুর৷ নামাতে হয়েছে সেনা৷ উন্মত্ত জনতার হাতে খুন হয়েছেন আয়কর আধিকারিক, সিআরপিএফ জওয়ান৷ পরিস্থিতি শান্ত করতে দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছে মণিপুর সরকার৷ অশান্তি ছড়িয়েছে রাজধানী ইমফলেও৷ এবার সেই মণিপুরেই যাচ্ছেন তৃণমূলের চার সদস্য়ের একটি প্রতিনিধি দল। যেই দলে থাকবেন ডেরেক ও ব্রায়েন, কাকলী ঘোষ দস্তিদার, দোলা সেন, কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। পঞ্চায়েত ভোটে বাংলায় সন্ত্রাসের অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে তথ্যানুসন্ধান দল পাঠাচ্ছে বিজেপি। দলে রয়েছেন বিজেপির চার সাংসদ রবিশঙ্কর প্রসাদ, সত্যপাল সিং, রাজদীপ রায় এবং রেখা বর্মা। এলাকা পরিদর্শন করে দ্রুত দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে রিপোর্ট দিতে বলা হয়েছে।