টানা তিন সপ্তাহ ভারী বৃষ্টির জেরে উত্তর ভারতের রাজ্যে রাজ্যে বন্যা পরিস্থিতি। হড়পা বান ও ভূমিধস প্রাণ কেড়েছে বহু মানুষের। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিজনিত কারণে ১০ জনের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশে। এখনও পর্যন্ত পাঞ্জাব ও হরিয়ানায় ৫৫ জনের মৃত্যু হয়েছে। হিমাচল প্রদেশে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ইতিমধ্যেই ১০০ ছাড়িয়েছে। সবমিলিয়ে ৮ কোটি টাকার বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে হিমাচল। এর মাঝেই রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। মৌসম ভবন সূত্রে খবর, রবিবার হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু ও কাশ্মীর, উত্তর প্রদেশ, বিহার, অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, এবং উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরাখণ্ডে। ১৭ জুলাই পর্যন্ত এই রাজ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।