মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে জুড়ে গেল সাফল্যের আরও একটি পালক। দেশের মধ্যে স্বল্প সঞ্চয়ের প্রকল্পে প্রথম হয়েছে বাংলা। ডাকঘরে একাধিক স্বল্প সঞ্চয় প্রকল্পে দেশের মধ্যে সবচেয়ে বেশি টাকা জমা পড়েছে এই বাংলা থেকেই। ২০২১-২২ অর্থবর্ষে ডাকঘরের স্বল্প সঞ্চয় প্রকল্পে টাকা জমানোর নিরিখে মহারাষ্ট্রকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য। ওই বছর বাংলা থেকে প্রায় ১ লক্ষ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা জমা পড়েছে। ২০২২-২৩ অর্থবর্ষে যে রিপোর্ট সম্প্রতি পেশ করেছে India Post, তাতেই উঠে এসেছে এই তথ্য। সেখানে দেখা যাচ্ছে, বাংলা থেকে এত বিপুল পরিমাণ টাকা এর আগে কখনও কেন্দ্রের সঞ্চয় প্রকল্পগুলিতে জমা পড়েনি। এটা সর্বকালীন রেকর্ড। এক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। ২০২১-২২ আর্থিক বছরে ওই রাজ্যের বাসিন্দারা বিভিন্ন স্বল্প সঞ্চয় প্রকল্পে মোট প্রায় ১ লক্ষ ২৪ হাজার কোটি টাকা জমা করেছেন। তৃতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ। যোগীরাজ্য থেকে সঞ্চয়ের পরিমাণ ১ লক্ষ ৬ হাজার ৬০০ কোটি টাকা।