ভাঙড়ে যেতে বাধা দেওয়া হল বিধায়ক নওশাদ সিদ্দিকীকে। ১৪ জুলাই ভাঙড় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন নওশাদ। কিন্তু রাজারহাটের কাছে আটকে দেওয়া হয় তাঁর গাড়ি। কারণ হিসেবে জানানো হয়েছিল, বিধায়কের গন্তব্য এলাকায় জারি ১৪৪ ধারা। পথে বাধা পেয়ে সেদিন গাড়িতেই লম্বা সময় অপেক্ষা করেছিলেন আইএসএফ বিধায়ক। ১৬ জুলাই দেখা গেল একই ঘটনার পুনরাবৃত্তি। আজ ফের নিজের এলাকায় যাওয়ার মুখে বাধা পেলেন তিনি। হাতিশালায় তাঁর পথ আটকানো হয়। নওশাদ সিদ্দিকী বারবার দাবি করেছেন, তিনি এলাকার জনপ্রতিনিধি। তার পরেও পথ আটকানো হচ্ছে তাঁরই। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিধায়ক। তাঁর দাবি, এই মুহূর্তে ভাঙড়ের সাধারণ মানুষের পাশে বিধায়কের থাকা দরকার, কিন্তু তাঁকে বারবার বাধা দেওয়া হচ্ছে। উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন থেকে ভোট পর্ব এমনকি গণনা পর্ব, দফায় দফায় উত্তপ্ত হয়েছে ভাঙড়ের পরিস্থিতি। গুলি, বোমা, রক্ত নিয়ে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ভোট গণনা পর্বেও অশান্তি ছড়িয়েছিল। প্রাণ গিয়েছিল ৩ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্দিষ্ট এলাকায় জারি হয়েছিল ১৪৪ ধারা।