মঙ্গলবার বিকেলে নাগাদ ওল্ড দিঘার ২নং ঘাটের কাছে সমুদ্রে স্নান করতে নেমে দুই যুবক তলিয়ে যায়। কর্তব্যরত পুলিশের নজরে পড়লে একজনকে উদ্ধার করে দীঘা রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করা হয়। বাকি একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানা যায়। তার খোঁজে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে । উদ্ধার হওয়া যুবকের নাম নীলরতন বিশ্বাস (২০)। নিখোঁজ যুবকের নাম অরিন্দম দে (২০)। ঘটনা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সৈকত শহরে। বুধবার দিঘা হাসপাতাল ঘাট থেকে সমুদ্র স্নান করতে নেমে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করে দিঘা থানার পুলিশ। বুধবার ভোর সকালে স্থানীয়রা মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মৃতদের উদ্ধার করে, পরিবারের লোক সনাক্তকরণের পর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠায়।মৃত পর্যটক যুবকের নাম অরিন্দম দে(২০)।বাড়ি হুগলি জেলার তারকেশ্বরের বিশ্বাস পাড়া এলাকায়। দীঘা সমুদ্র সৈকতে প্রায়সই পর্যটকরা প্রশাসনের নির্দেশ অমান্য করে ঝুঁকি নিয়ে সমুদ্রে স্নান করতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে। অথচ প্রতিদিন দীঘা সমুদ্র সৈকতে দিঘা থানা প্রশাসনের পক্ষ থেকে পর্যটকদের সতর্ক করতে চলে প্রচার অভিযান। কিন্তু তারপরেও বেশ কিছু পর্যটকদের হুঁশ না ফেরায় প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে।