কলকাতা

‘বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠকের পর ভয়ে থরথর করে কাঁপছে বিজেপি’, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের

 আগামী লোকসভা ভোটে কেন্দ্র থেকে বিজেপিকে হঠাতে মঙ্গলবার বেঙ্গালুরুতে বৈঠকে বসেছিল তৃণমূল সহ দেশের ২৬ বিরোধী দল। যে বৈঠক থেকে ‘ইন্ডিয়া’ নামে মহাজোট গঠন করে বিজেপির বিরুদ্ধে দেশজুড়ে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিরোধীরা। সেই বৈঠকের পরদিন অর্থাৎ বুধবার বিজেপিকে আরও একবার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকের পর বিজেপি ভয়ে কাঁপছে বলে বুধবার মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো। বুধবার এসএসকেএম হাসপাতালে আক্রান্ত তৃণমূল কর্মীদের দেখতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে বিজেপির হাতে আক্রান্ত হওয়া দলীয় কর্মীদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তিনি। এদিন এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের সামনে সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের প্রশাসনিক প্রধান। সেখানে বিজেপি নেতাদের ৫ মাসের মধ্যে সরকার ফেলে দেওয়ার হুমকি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, ‘বালতি ওল্টানোর ক্ষমতা নেই সরকার ওল্টাবে! তোমাদের সরকার উল্টে গেছে অলরেডি। কাল থেকে তো ভয়ে থরথর করে কাঁপছো।’ একইসঙ্গে বুধবার কলকাতায় বিজেপির মিছিল প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাদের কোনও কাজ নেই, কর্ম নেই। শুধু কুৎসা রটানো কাজ আর হিংসা। ওদের একটাই কাজ শুধু হিংসা করো, বিভেদ ছড়াও, মানুষে মানুষে ভাগাভাগি করে দাও। আর মানুষের রক্ত নাও। বিজেপির একটাই কাজ। আগামীতে মানুষ ভোটের মাধ্যমে বদলা নেবে।’