বিজেপি বিরোধী জোটের দ্বিতীয় বৈঠক হয়েছে মঙ্গলবার। নাম চূড়ান্ত করা হয়েছে। এনডিএ-র বিপক্ষে ২০২৪ এর ভোটে লড়াই করবে বিরোধী জোট ‘ইন্ডিয়া’। ঠিক তার পরের দিনই উদ্ধব ঠাকরের সঙ্গে সাক্ষাৎ করলেন অজিত পাওয়ার। ইতিমধ্যে তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। এমনিতেই গত কয়েকদিন ধরে চর্চায় মহারাষ্ট্র। উদ্ধব শিবিরের বিভক্তির ঠিক বছর ঘোরার মাথায় বিভক্তি ঘটেছে পাওয়ারের এনসিপিতে। এনসিপি থেকে পৃথক হয়ে গেরুয়া শিবিরের সঙ্গে যুক্ত হয়েছেন অজিত পাওয়ার। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর আসনেও বসেছেন তিনি। আচমকা দু’ বার নিজের শিবিরের বিধায়কদের নিয়ে সাক্ষাৎ করেছেন খোদ শরদ পাওয়ারের সঙ্গেও। এবার সাক্ষাৎ উদ্ধব ঠাকরের সঙ্গে। মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখা করেছেন তাঁর আমলের উপমুখ্যমন্ত্রীর সঙ্গে। সাক্ষাতের পর উদ্ধব ঠাকরে বলেন, ‘আমি অজিত পাওয়ারের সঙ্গে দেখা করেছি এবং তাঁকে অভিবাদন জানিয়েছি। আমি আশা করি তিনি মানুষের জন্য সঠিক কাজ করবেন।’ পুরনো প্রসঙ্গ তুলে উদ্ধব আরও বলেন, ‘আমি তাঁর সঙ্গে ২০১৯ সালেও কাজ করেছি এবং আমি তাঁর কাজের ধরন জানি।’ উল্লেখ্য, অজিত পাওয়ার শিন্ডে শিবিরে যোগ দেওয়ার পর এটাই প্রথম ঠাকরে-পাওয়ার সাক্ষাৎ।