কলকাতা

জোড়া ঘূর্ণাবর্তের জের, আগামীকাল দুর্যোগের সম্ভাবনা

 মেঘলা আকাশ আর বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে অস্বস্তি কাটছে না। তবে আগামী চার থেকে পাঁচ দিন খানিকটা স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর জুড়ে তৈরি ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটিই গভীর নিম্নচাপে পরিণত হবে। ছত্তিশগড়ের দক্ষিণ দিকে আরও একটি ঘূর্ণাবর্ত সক্রিয় অবস্থায় রয়েছে। পাশাপাশি রাজস্থানের কোটা থেকে পুরীর উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখা। এর জেরে দক্ষিণবঙ্গে স্বস্তির আবহাওয়া ফিরতে পারে। হাওয়া অফিস জানাচ্ছে, গতকালের মতো বৃহস্পতিবারেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে জেলায় জেলায়। শুক্রবার থেকে কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ। তবে ভারী বৃষ্টি হবে না। সবমিলিয়ে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।