এই রাজ্যের সম্মান কেন হরণ কেনও করা হচ্ছে সেই নিয়েও এদিন প্রশ্ন তুলতে দেখা যায় মমতাকে। তৃ্ণমূল সুপ্রিমো বলেন, আমাকে যত খুশি গালি দিন। আমার অভ্যাস আছে এসব। তবে বাংলাকে অসম্মান করবেন না দয়া করে। মূলত মিডিয়ার উপর এই ঘটনা ক্ষোভ উগরে দেন তিনি। বাংলার নামে সারা দেশে নিন্দা করা হচ্ছে বল দাবি করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোরপাধ্যায়। ২০২৪ সালে লোকসভা নির্বাচন। সেই দিকে তাকিয়েই গোটা দেশ। তার আগে এনডি এবং ইন্ডিয়া দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে দেশের শাসক-বিরোধী দুই গোষ্ঠী। আজ তৃণমূলের শহীদ সভা থেকেও আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে হটানোর প্রতিশ্রুতি নিতে দেখা গেলে তৃণমূল নেত্রীকে। এখন দেখার বিষয় ২৪-এর নির্বাচনে তৃণমূলের এই জনসভার প্রভাব পড়ে কতটা।