জেলা

শনিবার জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

মিলছে না স্বস্তি। দিনের পর দিন ভ্যাপসা গরমে নাজেহাল দশা সকলেরই। শনিবার সকাল থেকেই কলকাতা ও সংলগ্ন জেলায় আকাশের মুখভার। মাঝে মাঝে কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়ার পর বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হয়েছে জেলায় জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ঝেঁপে নামবে বৃষ্টি। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতেও। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবারের মধ্যে তা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ওড়িশা, তেলেঙ্গানায় ভারী বৃষ্টি হবে। অন্যদিকে বাংলায় এর প্রভাবে জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গেও মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।